BD-ONLINEMAGAZINE :জহিরুল ইসলাম বিনোদিত।
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি গাজীপুরে শুটিং হাউজে শেষ হয়েছে ”জীবন একটা জেলখানা ” গানের মিউজিক ভিডিও।
রিলিজ হবে ৯/৯/২০
এ বিষয়ে কন্ঠ শিল্পী রানা চৌধুরী বলেন, চমৎকার একটি গানের শুটিং করেছি আমরা। এটি একটি রোমান্টিক গান । ভিডিওর, লোকেশন এবং নির্মান দর্শককদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস। আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেওয়ার মতই। আশা করছি সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে ।
মডেল হিসেবে কাজ করেছেন SAIF ENTERTAINMENT এর কর্ণধার সাইফ,এবং পাপিয়া পরি,ডিরেকশনে ছিলেন রাজন্য রিফাত,গল্পতে ছিলেন আরাফাত রাডিন,সিঙ্গার রানার এইটিই প্রথম মিউজিক ভিডিও এবং ক্যামেরা ছিলেন রাকিবুল হাসান। এ কাজের মাধ্যমেই সাইফ প্রায় তিন বছর পর আবার ফিরে আসছেন অভিনয়ে,তাছাড়া আরও অনেক নতুন অভিনেতা অভিনেত্রী ছিলেন সহযোগী চরিত্রে, সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। নতুন অফিসিয়াল মিউজিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন,ধন্যবাদ সবাইকে।