‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত পরিচালক শিহাব শাহীন নির্মাণ করতে যাচ্ছেন ক্রাইম থ্রিলার ‘মরীচিকা’। ১৮ বছর আগে জনপ্রিয় এক মডেলের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে এই থ্রিলারটি।

এখানে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পুলিশ অফিসারের চরিত্রে থাকা চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে ‘মরীচিকা’-তে দেখা যাবে ফারজানা রিক্তাকে। এরইমধ্যে পরিচালক, কাস্টিং, গল্পের আভাসে বেশ আলোচনায় এসেছে ওয়েব সিরিজটি।
থ্রিলারটি নিয়ে রয়েছে আরো চমক। ‘মরীচিকা’-য় প্রধান খল চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তবে অফিসিয়ালি বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক ও অভিনেতা।
গেল কয়েকদিন ধরেই করোনার বিধি নিষেধ মেনে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির চিত্রায়ণ শুরু হয়েছে। সিয়াম ও রিক্তা শুটিংয়ে অংশ নিলেও জোভান-মাহি যোগ দেবেন খুব শিগগিরই। তবে তাদের আগেই সোমবার (০৫ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন আফরান নিশো।
এ প্রসঙ্গে শিহাব শাহীন সংবাদমাধ্যমকে বলেন, আপাতত কাজটি শেষ করতে চাইছি। এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। সময় মতো প্রযোজনা সংস্থাই আনুষ্ঠানিকভাবে সব কিছু জানাবে।
বিগ বাজেটের ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘চড়কি’তে মুক্তি পাবে বলে জানা যায়।
সুত্র সময় বিনোদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *