Connect with us

Entertainment

এবার আমিরের সিনেমায় কিং শাহরুখ খানের “পাঠান “

বিনোদন ডেস্ক, বিডি-অনলাইনম্যাগাজিন ডটকম

বলিউড কিং খান শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১২ দিনের শুটিং করবেন বলিউড ভাইজান সালমান খান। এই গুঞ্জন শেষ না হতেই বলিউডপাড়ায় আর এক খানের সিনেমায় যুক্ত হলেন শাহরুখ খান। এ যেন তিন খানের মিলনমেলা।

মুম্বাই মিররের খবর, দুবাই থেকে উড়ে এসেই দিল্লিতে আমির খানের ‘লাল সিং চাড্ডার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাহরুখ খান। সিনেমাটির একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন কিং খান। শুধু তা-ই নয়, শাহরুখের শুটিংয়ের অংশ আমির খান নিজেই পরিচালনা করেছেন।

গত বছর নিজের জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ঘোষণা দেন আমির খান। এটি হলিউড ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিশিয়াল রিমেক। সিনেমাটি আমির খান প্রডাকশনস ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজনা করছে।

এদিকে বলিউডপাড়ায় জোর গুঞ্জন, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ৫০ বছর পূর্তিতে ‘পাঠান’ সিনেমার ঘোষণা দেবে। আর এই সিনেমার মাধ্যমে ৮৭০ দিন পর নভেম্বরের শেষে শুটিংয়ে ফিরবেন বলিউড বাদশাহ শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখের রিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। এ ছাড়া সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম বিডি-অনলাইনম্যাগাজিন ডটকম মোবাইল নাম্বার ০১৭৪৬৫৭৯৭৮৫