Connect with us

Entertainment

সজল ও নাদিয়া জুটি বেঁধে অভিনয় করছেন “প্রিয় কবিতা “

বিনোদন নিজিস্ব প্রতিবেদক, বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম

ছোট পর্দার অভিনেতা আবদুন নূর সজল ও নাদিয়া নদী জুটি বেঁধে অভিনয় করেছেন ‘প্রিয় কবিতা’ শিরোনামে একটি একক নাটকে। লেখক মাহতাব হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা সরদার রোকন।

মাহতাব হোসেন বলেন, ‘সরলরেখার প্রেমের গল্প নয় এটি, সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যায় সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায়, তার অর্থ আছে। এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।’

নির্মাতা সরদার রোকন নাটকটির গল্প সম্পর্কে বলেন, ‘একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।’

নাটকটি নিয়ে আবদুন নূর সজল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এ নাটকে আমি একজন পঙ্গু কবি। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা আমার প্রতিবাদী জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।’

জানা গেছে, ৬ নভেম্বর শুক্রবার আরটিভিতে রাত ৮টায় নাটকটি প্রচার হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম বিডি-অনলাইনম্যাগাজিন ডটকম মোবাইল নাম্বার ০১৭৪৬৫৭৯৭৮৫