বিনোদন প্রতিবেদক জহিরুল ইসলাম ,বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম
ছোট বেলার থেকে ইচ্ছা ছিল মডেল ও অভিনেতা হয়া । তার পছন্দ মডেল ছিল নোবেল আর নায়ক ছিল আরিফিন শুভ তাদের অভিনয় ভালবাসতে বাসতে এখন সে মডেল হয়ে গেলেন। মডেল ও অভিনয়টা নিজেরও স্বপ্ন হয়ে গেল। না; শুধু স্বপ্ন দেখে গেলেই হবে? চাই স্বপ্ন পুরণও। তাই এজে নয়ন ইদানিং পথ চলা শুরু করেছেন মিডিয়া স্বপ্নের পথে। স্বপ্ন অন্য সবার মতোই একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেতা হওয়া । কিন্তু সে তো বিশাল পদবী। সবার সে আশা পুরণও হয়না। তবে তার রয়েছে আত্মবিশ্বাস। এখানেই শেষ নয় আছে স্বপ্ন পুরনের অবিরাম চেষ্টা। মডেল ও অভিনয় পাশা-পাশি শারিরীক গঠনকে আরো উপযোগী করে তোলার জন্য নিয়মিত ফিটনেস ট্রেনিং করছেন। ড্যান্স ও শিখছেন, থিয়েটার নাট্যদলের যোগ দিয়েছেন। কাজ করে নিজেকে যোগ্যতাসম্পন্ন হতে চাই।
এজে নয়ন বলেন, আমি কিছু ফ্যাশন হাউজ ড্রেসের মডেল ফোটশুট কাজ করেছি। কোম্পানি গুলো হল, মেঘ, লন্ঠন,বাবুই, আর অন্য অন্য কোম্পানি, কিছু নামি-দামি কোম্পানি সাথে ড্রেস মডেল ফোটশুট কাজ কথা চলছে। আমি কিছু মিউজিক ভিডিও করেছি।গায়িকা প্রীতি শেখ এর ” অতী আপনজন” গানের মিউজিক ভিডিও শুটিং কাজ সম্প্রতি শেষ করেছি খুব শ্রীঘ্রই রিলিজ হবে। সামনে বেশ কিছু মিডিয়া কাজের কথা চলছে, ব্যাটে বলে মিলে গেলে কাজ করব। আমার ইচ্ছা ভাল কোন মিডিয়া কাজ পেলে করব, যেমন কোন টিভি চ্যালেন নাটক, মিউজিক ভিডিও, সিনেমা ভাল কোন কাজ। আর আপনাদের দোয়া আর ভালোবাসা ভালো কাজের সাথে যুক্ত হতে চাই।
ছবি সংগৃহীত ফেসবুক।