BD-ONLINEMAGAZINE Entertainment
নবাগত নায়িকা মারিয়া মাইশা বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ভাই এবং পরিচালক শাহীন সুমন ভাইকে, শাপলা মিডিয়ার প্রযোজনায় ১০০ ছবির দুইটিতে আমাকে সুযোগ করে দেয়ার জন্য।
নবাগত নায়িকা মারিয়া মাইশা বলেন, পরানের পরান বাঁধিয়া ও “বনলতা ” দুটি সিনেমা মধ্যে “পরানের পরান বাঁধিয়া” ছবিটি পরিচালনা করেছে, আকাশ আচার্য্য ভাইয়া। তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সহযোগিতা করা জন্য, সিনেমা শুটিং শেষ হয়েছে ডাবিং কাজ চলছে, খুব শ্রীগই রিলিজ হবে। “বনলতা ” সিনেমা ছবিটি পরিচালক আলি আজাদ ভাইয়া আমাকে অনেক শুটিংয়ে অনেক সাহায্য করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। “বনলতা ” সিনেমা অভিনয় করেছে, নায়ক সাইফ খান, শাহেনশাহ, নায়িকা কেয়া ও আমি, আরও অনেকে। “বনলতা ” সিনেমা ব্যাপারে বলে, এই সিনেমা গল্পটি আমার খুব ভালো লেগেছে। এই সিনেমাটি ভালোবাসা ও রোমান্টিক গল্পের এক নায়ক কে দুই নায়িকা ভালোবাসে, পায় এক জনে, শুটিং কাজ ৩০% হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের ভালো কিছু কাজ উপহার দিতে পারি।
প্রতিবেদক জহুরুল ইসলাম।
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম