জহিরুল ইসলাম প্রতিবেদক ঃ বিডি-অনলাইনম ম্যাগাজিন ডট কম
মডেলিংয়ে ও অভিনেতা মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিয়া মিতু।
এ সময়ের অভিনেত্রী তানিয়া মিতু, তার অভিনেতা একাধিক নাটক ও শর্ট ফিল্ম প্রচার হয়েছে ইউটিউবে । সব নাটকের তার অভিনয় সুখ্যাতি হয়েছে। অভিনেত্রী তানিয়া মিতু বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইউটিউব চ্যানেল দর্শকদের এবং সোশ্যাল মিডিয়ায় সকলকে। তিনি বলেন, কোভিড১৯ জন্য অনেক দিন ধরে অবসর সময় পার করেছি। এখন সাত মাস যাবত শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার নিজের নামে দুইটি ইউটিউব চ্যানেল আছে, নাম ” মিতু অফিসিয়াল “চাঁদের আলো ” এখানে অনেক গুলো নাটক ও শর্ট ফিল্ম রিলিজ হয়েছে কিছু নাম উল্লেখ করলাম, চুন্নি বউ, জামাই বউ বন্ড ফকির, এক পতিতার জীবন, তোতলা বউ, ময়না মতির প্রেম, মায়ের মত ভাবী, এই ঘরে এই সংসার, নিষ্ঠুর মামি, যৌতুকের বলি, স্বার্থপর প্রেমিক, কুংফু প্রেমিক,নাগী নির প্রতিশোধ, যাদুর হ্যারিকেন, বোবা মেয়ের বিয়ে, বউ আমার শিল্পী। অভিনেত্রী তানিয়া মিতু বলে, তা ছাড়া আমার অন্য অন্য ইউটিব চ্যানেলে নাটক ও শর্ট ফিল্ম রিলিজ হয়েছে। আমি ইউটিউব চ্যানেলের দর্শকদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। তাদের জন্য এত দূর আসতে পেরেছি। সকলে আমার জন্য দোয়ার করবেন, আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি।