জহিরুল ইসলাম প্রতিবেদক ঃ বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম
নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রোজিনা। গানের শিরোনাম রাত জেগে থাকি । এটি লিখেছেন জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন । সুরকার জাহিদ হোসেন বাবু , মডেলিং নিলা ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ হোসেন বাবু। গানটি রিলিজ হয়েছে (Bengal channel 24) এই নামের একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এ গানের জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ফরিদা ইয়াসমিন আপার আমার শ্রদ্ধেয় একজন মানুষ। সাংবাদিকতার পাশাপাশি তিনি গানও লিখেন দারুণ। এ গানটির কথা আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি সুর এবং সংগীতায়োজন ও দারুণ হয়েছে।
প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি সময় যত গড়াবে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’শিল্পী রোজিনা একজন সংস্কৃতি মনা মানুষ। তিনি সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃীতি বিষয়ক উপকমিটি। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন তালিকাভূক্ত শিল্পী। সম্প্রতি আরও কিছু নতুন গানের কাজ করছেন বলে জানিয়েছেন রোজিনা। সে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর শেখহাসিনা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কে নিয়েও গান করেছেন।