জহিরুল ইসলাম প্রতিবেদক ঃঃ বিডি- অনলাইন ম্যাগাজিন ডটকম
মডেলিং সাদিয়া নুসরাত পপি। নতুন বছরে শুরু করলেন মিউজিক ভিডিও দিয়ে। গানের শিরোনাম মনের পাখি।
কথা ও সুরঃ কানিজ ফাতেমা , সঙ্গীতঃ জি এম রহমান রনি, মডেলিং সাদিয়া নুসরাত পপি , ইমন । পরিচালকঃ রাজ কামাল । সহকারি পরিচালক ইরফান, গানটি রিলিজ হয়েছে, ( তারাঙ্গা ইলেক্ট্রো সেন্টার ) এই নামের একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এ গানের জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সাদিয়া নুসরাত পপি । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমার খুব ইচ্ছে ছিল নতুন বছরে দর্শকদের জন্য এই মিউজিক ভিডিও গানটি উপহার দিব, প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, আশা করছি সময় যত গড়াবে মিউজিক ভিডিও টি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে”।
তিনি মডেলিং ভালো পারফরম্যান্স করে থাকেন। । সম্প্রতি আরও কিছু মডেলিং কাজ করছেন বলে জানিয়েছেন নুসরাত পপি । তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নাম হল ” পপি মিউজিক স্টেশন ” এই চ্যানেলে অনেক গুলো মিউজিক ভিডিও গান করেছেন কিছু গানের নাম উল্লেখ করা হল, মেকআপ সুন্দরী, মন বলেছে, তোমাকে পেয়ে, মায়ের কোল ছাইড়া আইলাম প্রবাসে, বেহায়া মন, ও পোড়ানের পাখি। আর, অন্য অন্য ইউটিউব চ্যালেনে কাজ করছে অনেক মিউজিক ভিডিও মডেলিং কাজ।