জহিরুল ইসলাম প্রতিবেদক ঃঃ বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম
মিডিয়ার পথচলা শুরু করেছেন, নবাগত মডেলিং ও অভিনেত্রী সাদিকা নুসরাত পপি। মিডিয়া কিছু করার। স্বপ্ন নিয়েই তার পথ চলা। নিজের দক্ষতা অতিরিক্ত পরিশ্রম আর মেধা দিয়ে জায়গা করে নিতে চান মিডিয়াতে। সবার মতোই ছোট বেলার ভাললাগা টিভি বা অভিনয়। অনেক অভিনেতা অভিনেত্রী সেই ভাললাগা থেকেই প্রিয় হয়ে উঠেন। তাদের কাজকে (অভিনয়)ভালবাসতে বাসতে এখন সে অভিনয়টা নিজেরও স্বপ্ন হয়ে গেল। না; শুধু স্বপ্ন দেখে গেলেই হবে? চাই স্বপ্ন পুরণও। তাই সাদিকা নুসরাত পপি, ইদানিং পথ চলা শুরু করেছেন স্বপ্নের পথে। স্বপ্ন অন্য সবার মতোই একজন প্রতিষ্ঠিত মডেলিং ও অভিনেত্রী হওয়া । কিন্তু সে তো বিশাল পদবী। সবার সে আশা পুরণও হয়না। তবে তার রয়েছে আত্মবিশ্বাস। এখানেই শেষ নয় আছে স্বপ্ন পুরনের অবিরাম চেষ্টা। মডেলিং ও অভিনয় পাশা-পাশি শারিরীক গঠনকে আরো উপযোগী করে তোলার জন্য নিয়মিত ফিটনেস ট্রেনিং করছেন, আমি প্রথমে কাজ শুরু করেছি মডেলিং দিয়ে এবং আমি ভিবিন্ন থিয়েটার নাট্যদল কাজ করে নিজেকে যোগ্যতা করেই কাজ শুরু করেছি ।
জানালেন সাদিকা নুসরাত পপি বলেন, “আমি পড়ালেখা পাশাপাশি মিডিয়া কাজ করেছি, আমার মিডিয়া কাজ শুরু হয়, পাঁচ বছর ধরে। আমি অনেক মিডিয়া ইউটিউব চ্যালেনে কাজ করেছি। কিছু দিন আগে, আমার ইউটিউব চ্যানেলে “পপি মিউজিক স্টেশন” নামের কিছু মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। কিছু মিউজিক ভিডিও নাম উল্লেখ করা হল, শিহরণ, মেকআপ সুন্দরী, মন বলেছে, তোমাকে পেয়ে, বেহায়া মন,অবুজ কালে পীড়িত কইরা। ” তিনি বলেন, তিনি বলেন দর্শকদের ভালবাসার ও সহযোগিতা পেয়ে এত দূর আসতে পেরেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সকলের আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভাল কিছু উপহার দিতে পারি।