বিনোদন ডেস্ক ঃ বিডি-অনলাইনম ম্যাগাজিন অনলাইন
চিত্রপরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে ‘মানহানিকর বক্তব্য দেওয়ার’ অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস।
সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অরুণা বিশ্বাস এ জিডি করেছেন বলে জানান থানার উপপরিদর্শক সাইমুম আহম্মেদ।
সাইমুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিডিতে মালেক আফসারীর বিরুদ্ধে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ‘মানহানিকর বক্তব্য দেওয়ার’ অভিযোগ করেছেন অরুণা বিশ্বাস। বিষয়টি আমরা আজকের মধ্যেই কার্যক্রম শুরু করব।”
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বক্তিগতভাবে তাকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন অরুণা।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে মালেক আফসারীকে ফোন করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
পরে ভিডিওটি সরিয়ে নিয়েছেন মালেক; তবে সেই ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করে রেখেছেন বলে জানান অরুণা।
প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলারও হুঁশিয়ারি দেন এ অভিনেত্রী।