জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইনম ম্যাগাজিন
শুরু হয়েছিল দেশব্যাপী ও ৫ দিনের বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতার আয়োজন। এর আয়োজনের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে। আমাদের দেশের ট্রান্স নারীরা পিছিয়ে আছে ; তাদেরকে সুযোগ দিতে হবে। তা হলে তারা সাফল্যের শীর্ষে উঠতে পারবে। একটা সময় ছিল যখন তাদের কে মডেল হিসেবে বিবেচনা করত না। অনেকে তাদের কে কাজের নিতো না, এটা দুঃখজনক বিষয়। ময়মসিংহের এর ট্রান্সজেন্ডার মিস বুশরা বলেন,”বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১, উত্তরা, ঢাকায় জাতীয় ব্রাইডাল কম্পিটিশন ফটোশুট সেশনের ২য় রাউন্ড প্রোগ্রাম। অবশেষে আমরা এখন বাংলাদেশে ব্রাইডাল মডেল নির্বাচিত হলাম আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ে কাজ খুব অল্প মানুষ ও সংস্থা সংগঠন করে থাকে। সেক্ষেত্রে এটি এন বাংলা একটা প্লাটফর্ম যেখানে মডেল হিসেবে আমরা ট্রান্সজেন্ডার অবহেলিত জনগোষ্ঠী হয়ে এক এই ছাদের নিচে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করব, এটা খুব গর্ব করার বিষয়। অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা ও দোয়া আমাদের নিয়ে কাজ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। তুর্য নাসির ভাইয়া ও তার সহযোগী আপুদের। ”
,