জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ বিল্লাল আজাদের মানবতার সেবায় কাঁচের দেয়াল ; পুলিশ প্রশাসনের অনন্য দৃষ্টান্ত।

আসন্ন ঈদুল ফিতরেরকে সামনে রেখে সমাজের গরীব, অসহায় ও দুঃস্থদের মানবিক সাহায্যের লক্ষ্যে মানবতার সেবায় কাঁচের দেয়াল এর শুভ উদ্বোধন করেন।রবিবার তাং০১ মে, ২০২২ ইং,

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী ‘মানবতার সেবায় কাঁচের দেয়াল” উদ্বোধন করে আলোকিত করেন। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ বিল্লাল আজাদের
‘উদ্যোগে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী দেয়ালে স্থাপন করা হয়েছে “মানবতা সেবায় কাঁচের দেয়াল। ” এই মানবতার দেয়াল উদ্বোধন করেন। তিনি বলেন, গরীব, অসহায় ও দুঃস্থদ মানুষের প্রতি সাহায্য ও সোহযোগিতা জন্য এবং সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম।তিনি, আল-হাদিস মতামত সাথে একমত হয়ে বলেন,যে ব্যক্তি মানুষ কে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করেন না। মানবতা সেবায় কাঁচের দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ডিএমপি’র ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহমেদের (পিপিএম) এর নেতৃত্বে এবং ডেমরা জোনের অতিরিক্ত উপর পুলিশ কমিশনার দীন মোহাম্মদ, ওয়ারী জোনের, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল ইসলাম এবং শ্যামপুর জোনের,অতিরিক্ত উপর পুলিশ কমিশনার কাজী রোমানা, নাসরিন ( পিপিএম) এর উপস্থিতিতে পুলিশ প্রশাসনের অনন্য মানবিক দৃষ্টান্তস্বরূপ এ মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর অনেক পুলিশ প্রশাসন উপস্থিতি ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *