নিজস্ব প্রতিবেদকঢাকা

নরসিংদী রেলস্টেশনে পোশাকের জন্য হেনস্তার শিকার মেয়েটি এখনো মানসিকভাবে সুস্থির হতে পারেননি। তবে ঘটনার ছয় দিনের মাথায় সোমবার রাতে তিনি মাকে সবকিছু খুলে বলেছেন। মা তাঁর পাশে দাঁড়িয়েছেন। মন খারাপ না করে সামনের দিকে তাকাতে বলেছেন। মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন ২২ বছরের মেয়েটি।

ওই তরুণী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনলাইনে রাস্তায় তৈরি করা বিভিন্ন খাবারের ভিডিও দেখে ১৭ মে এক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে নরসিংদীতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে পরদিন ভোরে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার সময় জিনস ও টপস পরার কারণে গালিগালাজ ও মারধরের শিকার হন তিনি। তাঁর সঙ্গে থাকা দুই বন্ধুও মারধরের শিকার হন। এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে পুরো দৃশ্যটি ভিডিও করেন এবং তা ফেসবুকে পোস্ট করেন। পোশাকের জন্য তরুণীকে হেনস্তার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

নরসিংদীর ওই ঘটনা এত দিন পরিবারের কাছে চেপে গিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মেয়েটি প্রথম আলোকে বলেন, বন্ধুরা তাঁকে মানসিকভাবে অনেক সহায়তা দিচ্ছেন। কিন্তু তিনি কিছুতেই ওই দিনের ঘটনা ভুলতে পারছেন না। তাঁর সারা দিন কান্না পায়। মাকে বলতে না পারার জন্য কষ্ট আরও বেশি হচ্ছিল। মাকে বলবেন কি না, তা নিয়ে এ কয়েক দিন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সোমবার রাতে সাহস করে মাকে বলেন। মা প্রচণ্ড অবাক হয়েছেন, ভয়ও পেয়েছেন। তবে তিনি বকাঝকা করেননি।

সংগৃহিত অনলাইন নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *