বিনোদন ডেস্ক

মহামারীর দুই বছরে ঢাকাই চলচ্চিত্রের মন্দাবস্থার পর এবার ঈদে চারটি সিনেমা মুক্তি পাচ্ছে; জনজীবনে ছন্দ ফেরার ঈদে দর্শকরাও হলে ফেরার আশায় দেশের শতাধিক সিনেমা হলের তালা খুলছে।

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার ঈদে ১১০টির মতো পুরানো হল ঈদের সিনেমা চালাবে; যেগুলোতে মহামারীর মধ্যে দর্শক না পাওয়ায় হলগুলো সাময়িকভাবে বন্ধ ছিল।

করোনাভাইরাস মহামারীর পেরিয়ে ঢাকাসহ দেশজুড়ে ৭০টির মতো সিনেমা হলে নিয়মিত সিনেমা প্রদর্শিত হয়েছে; সবমিলিয়ে এবার প্রায় দুইশ সিনেমা হলে ঈদের সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছে প্রদর্শক সমিতি।

প্রদর্শক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের মধ্যে গত দুই বছর কোনো সিনেমা ভালো ব্যবসা করতে পারেনি, এবার বড় আয়োজনের কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ায় হলগুলো খুলছে।”

সুদীপ্ত দাসের ভাষ্যে, “ঈদুল আজহা পর্যন্ত হলগুলো হয়তে খোলা থাকবে; এর পর ভালো সিনেমা পেলে চালু থাকবে। অন্যথায় আবারও হল মালিকরা লোকসানের শঙ্কায় হল বন্ধ রাখতে বাধ্য হবেন।”

প্রায় দুই বছর বন্ধ থাকার পর নওগাঁর তাজ, ময়মনসিংহের ছায়াবাণী, মোক্তারপুরের পান্নাসহ যে কয়টি হল এবার খুলছে, তার বেশিরভাগই পুরানো। মহামারীর মধ্যে এগোলা বন্ধ ছিল; ঈদের আগে ঘষেমেজে দর্শকদের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

পাশাপাশি পুরান ঢাকার লায়ন সিনেমাসের মতো নতুন সিনেমা হলও যাত্রা শুরু করছে এবারের ঈদে।

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত চার সিনেমার মধ্যে শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি পাচ্ছে সর্বোচ্চ ১১০টি সিনেমা হলে; এর মধ্যে তাজ, পান্নাসহ ৪০টির মতো পুরানো হয় খোলার অপেক্ষায় রয়েছে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক শাহীন সুমন।

সরকারি অনুদানে নির্মিত শাকিব খানের আরেক সিনেমা ‘গলুই’ মুক্তি পাচ্ছে ৩০টির মতো সিনেমা হলে; এর মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সাভার সেনানিবাস, পাবনার রূপকথার মতো হল রয়েছে।

মধুমিতা, শ্যামলী, আনন্দ সিনেমা হলসহ ৩৪টির মতো সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা জুটির সিনেমা ‘শান’; সিনেমাটি পরিচালনা করেছন তরুণ নির্মাতা শান।

ঈদের আরেক সিনেমা ‘বড্ড ভালোবাসি’ মুক্তি পাচ্ছে শুধু যমুনা ব্লকবাস্টার সিনেমাসে; সুলতানা রোজ নিপা প্রযোজিত ও জুয়েল ফারসি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিপা।

সংগৃহিত নিউজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *