জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম

গত ১৯/৬/২০২২ ইং তাং ঢাকা থেকে প্রকাশিত তিনটি জাতীয় দৈনিকের একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে ঢাকা দাঃ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী আবু সাঈদ বংশাল এলাকায় ৯০নং মালিটোলা রোডের একটি বাড়ির তৃতীয় তলায় জবর দখল করে আছেন। প্রকৃতি পক্ষে তিনি অত্র বাড়ির একজন ভাড়াটিয়া মাত্র।আভিযোগকারী পাপিয়া সুলতানা টুম্পা উক্ত ভবনের মালিকানা দাবী করে, কিন্তু সে উক্তভবনের মালিক না। এ ভবনের প্রকৃত মালিক বিলকিস সুলতানা মিনু।কিছু অসাধু প্রকৃতির লোক উক্ত কাউন্সিলের উন্নয়ন ও সাফল্যের ঈর্ষান্বিত হয়ে, আগামী নিবার্চনে তাহার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরণের সংবাদ প্রচার করেন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রমাণস্বরূপ আমি উক্ত ভবনের ভাড়াটিয়া হিসাবে চুক্তিপত্র দাখিল করিতে পারিব এবং প্রতি মাসের যে ভাড়া প্রদান করি তাহার রশিদ দেখাতে পারিব। কাউন্সিলর’শীর্ষক প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কাউন্সিলর হাজী আবু সাঈদ বলেন, “আমার বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন। একজন জনপ্রতিনিধির সম্মানহানি ও তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমি পর পর দুইবার কাউন্সিলর নিবার্চনে জয়ে হয়েছি। এলাকার মানুষ সবাই আমাকে ভালোবাসে এর জন্য সবাই সোশ্যাল মিডিয়ায় ও রাস্তায় মানববন্ধন করে প্রতিবাদ করেছে। একজন এলাকাবাসী বলে আমার একটি দোকান ৩৫ বছর দখল ছিল কাউন্সিলর বিচার করে দখল মুক্ত করে। সে কেন মানুষের বাড়ি দখল করবে। সে একজন ভালো মনের মানুষ হকহালারে বিচার করে। মাদকের ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী।
বিঃ দ্রঃ সংগৃহিত তথ্য বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *