• জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম

Published 15Nov 2022.  2.30am

মিটফোর্ড হাসপাতালে রোগীদের সেবার নামে করছে দুর্নীতি ও সন্ত্রাসী। টাকা ছাড়া মিলেনা কোন চিকিৎসা ।

 

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ১৫ নভেম্বর দুপুরে কর্মচারীদের হামলায় রোগীর এক স্বজন আহত হয়েছেন। হামলার তার নাক ফেটে গেছে। আহত ব্যক্তির নাম মাসুম পারভেজ (৩৯)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান মোল্ল্যা। পরে তিনিও রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

আহত পারভেজ বলেন,” সোমবার সকালে রিকশা থেকে পড়ে স্ত্রী শারমিন আক্তারের হাত ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে চিকিৎসক কয়েকটি পরীক্ষা দেন। তার স্ত্রী ভাঙা হাত নিয়ে হাসপাতালের বহির্বিভাগে কাউন্টারে টাকা জমা দেয়ার জন্য লাইনে দাঁড়ান। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও টাকা জমা দিতে না পারায় তিনি স্বামীকে খবর পাঠান। কিছুক্ষণ পর তিনি নিজে কাউন্টারের সামনে গেলে দেখতে পান যে, দালালরা হাসপাতালের কর্মচারী পরিচয় দিয়ে লাইন ছাড়াই টাকা জমা দিচ্ছেন। তখন তিনি কাউন্টারে থাকা কর্মচারী সোহাগকে স্ত্রীর অবস্থা খারাপ জানিয়ে তাদের টাকা জমা নেওয়ার অনুরোধ জানান ও দালালদের মাধ্যমে টাকা জমার বিষয়ে প্রতিবাদ করে। এতে শাহিন, আরিফ, রনিসহ কয়েকজন কর্মচারী মিলে তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি পিটিয়ে নাক ফাটিয়ে দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। হাফিজ নামের এক রোগী জানান, সকাল ৭টায় আসেন মিটফোর্ড হাসপাতালে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও দেখি স্টাফ কার্ডধারী লোকজনের কারনে লাইন আর শেষ হচ্ছে না। এ নিয়ে কথা বলামাত্রই তারা ঘুসি মারতে থাকে। মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন-নবী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে তিনি বলেন, আহত ব্যক্তি কর্মচারীদের মাফ করে দিয়েছে। উভয় পক্ষের উত্তেজনা থেকে ঘটনাটি ঘটেছে।

 

 

 

 

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *