নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম

Published 2 May 2023. 3.30 AM

সমালোচনার মুখে পড়েন এই ‘মানবিক পুলিশ’ চাকরিচ্যুতির নিয়ে। তার মানবতা কাজের জন্য তাকে চাকরিচ্যুত করে নাই। মানবিক পুলিশ খ্যাত কনস্টেবল শওকত হোসেন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে। তিনি মানবতা কাজ করতে ভীষণ পছন্দ করেন। পুলিশের চাকরি থেকে মানবতাকে প্রাদান্য দিয়েছে। তার কথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। পুলিশ থাকাকালীন মানবতার সেবা করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল তিনি। এ সময় তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলী থানায় বদলি করা হয়,

গত ৭১ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। চাকরির চেয়ে দু:স্থ রোগী এবং পথেঘাটে অসুস্থ মানুষের সেবাকাজে বেশি মনোযোগী দেখা যায় তাকে। প্রতিদিন ফেসবুকে একাধিক ভিডিও আপলোড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *