মোঃ মুক্তার হোসেন প্রতিবেদক

বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম

Published 7May 2023, 1.50 am

নদী মাতিৃক দেশ বাংলাদেশ নোয়াখালী জেলা কম্পানিগন্ছ উপজেলা উড়ির চর দিপ ভূমিহীন বাসিন্দারা নানাবিধী অসুবিধায় দিন যাপন করছেন।

এই দ্বীপ লবণাক্ত হওয়ায় ফসল কম হয় । ফলে এই উড়ির চরের মানুষ খুবই কষ্টে জীবন যাপন করছে।
নেই কোনো সেনেটারী ব্যবস্থা ও যাতায়াত ব্যবস্থা
নেই কোন হাসপাতাল,
ইমারজেন্সি কোন রোগী থাকলে নোয়াখালী জেলা শহরে রোগী নিতে নিতেই অনেক সময় রোগী রাস্তায় মারা যায়।
উড়ির চরের মানুষ শিক্ষাগতা যোগ্যতা নেই বললেই চলে কারন সেখানে নেই কোন বিদ্যালয় কলেজ।
উড়ির চোরের একটি মৌজার নাম চারগাজী মিজান। এখানে ৮টি সীট,
৪ টি সিটের জরিপ কাজ সি,ডি,এস,পি সম্পূর্ণ করে
ভূমিহিন্দের তালিকা প্রণয়ণম করেছে, বাকি ৪ টি সীটের জরিপ কাজ চলমান। যে চারটি সিটের জরিপ কাজ সম্পন্ন হয়েছে,
সেই ৪ টি সীটে কে -বা কাহারা ৪টি পয়েন্টে ৮টি পিলার স্থাপন করে
ভূমিহীনদের উচ্ছেদ করার পায়তারা করছে ভূমি দস্যুরা।
বাকি মৌজাগুলোর কোন পিলার স্থাপন হয়নি-বরণ সেখানে দেড় একর করে কিছু ভূমিহিন্দের খতিয়ান প্রদান করা হয়েছে
সরজমিনে উড়ির চরের মানুষদের কাছে জানতে পারে তাদের দুরদশার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *