জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম

Published 6 Jun, 2023.10.30 am

   ব্যবসায়ীদের  শীর্ষ সংগঠন বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি । কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় -বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫)ইং মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে ২২জন ও গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

আসন্ন ০৪ঠা জুন ২০২৩ইং(রোজ-রবিবার) বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যাবসায়ী সমিতি অফিসে হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। পরে ভোটগণনা শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শহিদুল হোক সরকার।

বাংলাদেশ মটরপার্টস ও টায়ার টিউব ব্যাবসায়ী সমিতি ১ হাজার ৭০০জন ভোটারের, এর মধ্যে ১ হাজার ৬৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সর্বোচ্চ ১ হাজার ১৬০টি ভোট পেয়েছেন হাজী আসলাম। দ্বিতীয় স্থানে থাকা মোঃ আমজাদ হোসেন খান পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট। তৃতীয় স্থানে থাকা হাজী মোহাম্মদুর রহমান পেয়েছেন ১ হাজার ১২৬ভোট। ১ হাজার ১২৬ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন আব্দুল কাদির সিকদার। পঞ্চম স্থানে থাকা হাজী মোবারক আলী পেয়েছেন ১ হাজার ১১৯ ভোট। আর ১ হাজার ৭৫ ভোট পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন মোঃ মোস্তাহিদ খান আরাফি।

এছাড়া নির্বাচিতদের মধ্যে রয়েছেন- হাজী মোঃ রফিকুল ইসলাম (১০৬৯), মনিরুল হাসান সেলিম (১০৪১), হাজী মোঃ মুজাহিদ (১০৪০),দীপক সাহা দীপু (১০২৬), মোঃ রবিউল আলম মজুমদার (রুবেল) (৯৮৩), মোহাম্মদ কুদ্দুছ মিয়া (৯৭৯), হাজী সালেহ আহাম্মদ (৯৭৬), মোঃ সাজ্জাদুর রহমান (সবুজ) (৯৬৭), মোঃ দানিসুজ্জামান (৯৪৭),মোঃ আব্দুর মালেক ভুইয়া (৯২৯), মোঃ রেজওয়ান (৯২৭) এবং আব্দুল হাফিজ (৯২৩)মোঃআক্তারুজ্জামান রনি (৯১৭) মোঃ ইউসুফ চৌধুরী (৯০৯)মোঃ আমজাদ খান (৯০৩)মোঃ আরশাদ (৮৮৩)মোঃ আব্দুল হামিদ( আপেল)(৮৭৯)কাজী ইমরান এফ,রহমান ( ৮৭৩) মোঃ কবির আহমেদ(৮৪৮)
হাজী আসলাম সাহেব সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলে সদস্যদের বিজয়ী করা জন্য বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী ভাইদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *