জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 12 Jun,20
23, 3.20 am
আইটেম গানের মডেলিং ও মিউজিক ভিডিও মডেলিং হওয়া ইচ্ছে রিয়া।
শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন তাহসিনা আহমেদ রিয়া । বর্তমানে অনেক ফোটশুট ও ফ্যাশন শো কাজ করেছে তিনি । এবার প্রথমবারের মতো আইটেম গানের মডেলিং অংশ নিতে ইচ্ছে প্রকাশ করেছে। মিডিয়াতে তিনি অনেক দিন যাবত ফ্যাশন শো ও ড্যান্স, ফোটশুট কাজ করছেন।এ বিষয়ে রিয়া বলেন যে আমরা আর পিছিয়ে থাকতে চাই না। মিডিয়া দর্শকদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাব।মিডিয়া কাজ নিয়ে আমি খুবই আশাবাদী, আশা করি দর্শকদেরও মন জয় করতে পারব। তাহসিনা আহমেদ রিয়া আরও বলেন যে আমি অনেক কষ্ট করে ড্যান্স শিখেছি বিভিন্ন একাডেমি থেকে, আমি অনুরোধ করব মিডিয়া ভাইদের আমাদের সুযোগ সুবিধা দেওয়া জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মিডিয়া কাজে ভালো কিছু উপহার দিতে পারি।