জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 2 Sep. 2023. 4.20am
এনফোর্সমেন্ট টিম ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে পারে নাই।
ডেমরা সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতি ও অনিয়মের পরিণত হয়েছে। ঢাকা সদর, ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে ঘুষ দাবি সাব-রেজিস্ট্রার অফিসার। দাতা ও গ্রহীতা বলেন, ‘আমরা আমজনতা। আমরা কোনো কাজের জন্য ভূমি রেজিস্ট্রি অফিসে গেলে হয়রানির শিকার হই। মোটা অঙ্কের ঘুষ ছাড়া কাজ হবে না বলে কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে জানিয়ে দেন। আমরা তাদের কাছে জিম্মি। ভ্যানডার সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এই ভবনে দলিল রেজিস্ট্রি করতে হলে টাকা লাগে টাকা ছাড়া আমাদের সাব রেজিস্টার স্বাক্ষর করে না জমি নিজেরই হোক আর ভেজাল হোক কোন সমস্যা নেই ,কয়েকজন নকলনবিশ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সাথে যোগসাজশে দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের জিম্মি করে ভয়-ভীতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। নকলনবীশগণ দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের সঙ্গে স্থানীয় নেতাদের মীমাংসার কথা বলেও অর্থ আদায় করে বলেও অভিযোগ রয়েছে ।”