নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published Wed,Nov 15, 2023

নিজস্ব প্রতিবেদকঃ বাঞ্ছারামপুর উপজেলা ১২৬ টি গ্রামের মধ্যে কোন মেয়ের বয়স ১৮ সুই সুই হলেই নজরে আসে ঘটক রহমত আলীর,তাঁর পর উপযুক্ত পাত্র খুঁজে বিবাহ বন্ধে আবদ্ধ করার চেষ্টা করেন তিনি,বিনিময়ে পারিশ্রমিক কিছু পেলে পেলো না পেলো ও তাঁর কিছু যায় আসেনা, রহমত আলী বাঞ্ছারামপুর বাসীর কাছে ঘটক রহমত আলী নামে পরিচিত,ইতিমধ্যে প্রায় ১৫০টিরও বেশি বিবাহ পড়িয়েছেন তিনি, অত্যন্ত আনন্দের বিষয় হলো বিবাহিত নারীপুরুষ সকলেই সুখে-শান্তিতে ঘর সংসার করছেন তাঁর বিবাহের তালিকায় কোন ডিভোর্স নেই,গ্রাম বাসী সহ পুরো উপজেলার মানুষের ভালোবাসা পেয়ে এখন তিনি আসন্ন ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর স্বতন্ত্র প্রার্থী হয়ে সকলের দোয়া চেয়েছেন ঘটক রহমত আলী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *