নিজস্ব প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 10 Dec,2023. 2.10 AM
অভিনেতা ও মডেলিং এজে নয়ন। বছরে শেষ দিকে শুটিংয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। ডেভিল’স ব্রেথ সর্ট ফিল্মটি শিক্ষনীয় গল্প। গল্পটি বাংলা অর্থ শয়তানের নিঃশ্বাস। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা আলিফ খান,অভিনয় এজে নয়ন, জান্নাত নাইম, আর অনেকে। আর একটি মিউজিক ভিডিও করেছে “তোমায় ভালোবাসিলাম ” এটা রিলিজ হবে কিছু দিন পরে। গায়ক আফনান অন্তর, পরিচালক হ,এ হিমেল। কাস্ট এজে নয়ন, নেহা।
প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমার খুব ইচ্ছে ছিল বছরে শেষে দর্শকদের ভালো কিছু উপহার দিব। মিডিয়া কাজ গুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, আশা করছি সময় যত গড়াবে মিডিয়া কাজ গুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে”। তিনি মডেলিং ভালো পারফরম্যান্স করে থাকেন। সম্প্রতি আরও কিছু মডেলিং কাজ করছেন বলে জানিয়েছেন।