ছবিসংগৃহিত
জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published 5 March,2024, 5,55 AM

এক সময়ের চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী লাভলী এখন চা ব্যবসায় ব্যস্ত হয় উঠেছেন।চা দোকান টা শিল্পকলার একাডেমির ১ নং গেট পাশে। কাজ হলো মানুষের বেঁচে থাকার সংগ্রাম । তবে কাজটা হওয়া উচিত বৈধ।
আমরাই মেয়েদের কটাক্ষ করি তার কর্ম আর পোশাক নিয়ে, নারীদের স্বকীয়তা ও স্বাধীনতা নিয়ে আমাদের হাজার প্রশ্ন! কেন আপনি এই পেশায়? আপনার শিক্ষগত যোগ্যতা কতটুকু? কেন আপনি এই পেশায় যুক্ত হলেন? কেন আপনি নায়িকা হলেন না। শিক্ষক হিসেবে জব করছেন না কেন? এরকম হাজার প্রশ্ন করে। কিন্তু কেন সবাইকে বড় ব্যবসায়ী হতে হবে কেন? অনেকে ছোট থেকে বড় ব্যবসায়ী হয়। দেশের বাইরে সবকাজকে মূল্যায়ন করেন। একমাত্র আমরাই আমাদের কাজকে উচ্চ আর নিচু হিসেবে গণ্য করি। অভিনেত্রী লাভলী বলেন, ” পেটের ক্ষুধা থাকলে মিডিয়া কাজ দিয়ে কি হবে, মিডিয়া কাজ তো আমার ক্ষুধায় মিটাবে না, মিডিয়া পিছনে অনেক সময় নষ্ট হয়েছে। শুধু মিটিং আর মিটিং কাজের কোন খবর নাই। আর আমি মিডিয়া কাজ থেকে চলে যাই নেই, মিডিয়া ভালো কাজ থাকলে করব।আমি মিডিয়া কে ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *