জহিরুল ইসলাম প্রতিবেদক,
বিডি—অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published 22 Apr.2024, 11.35 AM
গণতন্ত্রের নিয়মে নিবার্চন হয়েছে, অনেক জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে নিবার্চন হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ভোট পেয়েছেন ২৬৫, তার প্রতিদ্বন্দ্বী মামুদ কলি পেয়েছেন ১৭০, এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ভোট পেয়েছেন ২২৫, এবং তার চেয়ে ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ৯টায় থেকে ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
এ ছাড়া সহসভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। সহসাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়লাভ করেছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলি-নিপুণ প্যানেলের মামনুন ইমন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্য নির্বাচিত হয়েছেন— সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং কলি-নিপুণ প্যানেলের পলি ও সনি রহমান।