জহিরুল ইসলাম প্রতিবেদক,
বিডি—অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published 14 May, .2024, 2.45 AM
অবশেষে পরিচয় মিলেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ছোট্ট শিশু ও মর্গে থাকা তার মায়ের। নিহত নারীর নাম জায়েদা খাতুন। সে সুনামগঞ্জের দোয়ারা উপজেলার বাংলাবাজার গ্রামের রমিজ মিয়া মেয়ে।
রবিবার ( ১২ মে) সকালে সুনামগঞ্জ থেকে শিশুটির মামা রবিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার বোন ও ভাগিনার পরিচয় শনাক্ত করেছেন।
তিনদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন শিশুটির । এমনকি মর্গে পরে ছিল শিশুটির মায়ের মরদেহ।
এদিকে আজ সকালে হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালের পরিচালক গোলাম ফেরদৌস জানান, শিশুটি এখন শঙ্কামুক্ত। সমাজসেবা অধিদপ্তরের তত্তাবধানে হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। প্রকৃত অভিভাবক পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে পুলিশে বলছে, যেহেতু নিহতের স্বজনের সন্ধান মিলেছে তাই ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের ভাই রবিন জানান, দীর্ঘদিন ধরে বোন জায়েদা ময়মনসিংহের ভালুকায় বসবাস করছিল ২য় স্বামী সাথে। প্রথম স্বামী সাথে সংসার ত্যাগ করে ছিল। তার ভাই শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারে।