বিনোদন প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,

Published 8 Aug 2024, 1.28 am

শুধু একজন অভিনেতা রাসেল মিয়া বললে ভুল হবে,যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাক্তিটির নামই মিডিয়া পাড়ায় রাসেল মিয়া,অভিনয়ের পাশাপাশি অসহায়,নিপিড়ীত যেকোনো মানুষের পাশে বরাবরই দাঁড়াতে দেখা যায় তাঁকে,আজ থেকে প্রায় চার বছর পূর্বে করোনার সময়কালে একটি ভিডিও বার্তা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চান রাসেল মিয়া, মুক্তি চাওয়ার পরপরই তাঁর জীবনে নেমে আসে জেল-জুলুম,মনের খোব নিয়ে আজ ৭ইং আগষ্ট রাসেল মিয়া তাঁর ভেরিফাই ফেসবুক আইডিতে লিখেন আজ থেকে ৪,বছর পূর্বে শুধু বলেছিলাম পবিত্র কাবা ঘরের ভিতরে নামাজ পড়িয়েছেন দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মুক্তি দেওয়া হোক, এর পর পর-ই নানাভাবে জেল-জুলুম এর শিকার হই আমি!
কপালের লিখন আমি মেনে নিয়েছি,বিচারের মালিক একমাত্র মহান আল্লাহ
শুধু এইটুকুই বলতে চাই আমরা সাধারণ নাগরিকরা যেনো সাদাকে সাদা কালোকে কালো বলে স্বাধীনভাবে বাঁচতে পাড়ি এমন বাংলাদেশ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *