জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 9 Aug, 2024, 11,25 pm
থানার এবং পুলিশ ফাঁড়ির পুলিশ শূণ্য, তাই পুরাণ ঢাকার বাসিন্দারা ডাকাতের আতঙ্ক।
রাজধানী পুরাণ ঢাকার গভীর রাতে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ডাকাত এলাকাবাসী হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুরাণ ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার জুড়ে ডাকাত প্রবেশ খবর ছড়িয়ে পড়ে এবং মসজিদে মসজিদে মাইকিং করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, গভীর রাতে তাঁতিবাজার, শাখারী বাজার, রাজার দেউরি, গোয়ালনগরে একদল ডাকাত প্রবেশ করে, এ সময় স্থানীয় এলাকাবাসীরা একত্রে হন,তারা ডাকাতদের ধাওয়া দিলে দুইজনকে শাঁখারি বাজার থেকে আটক করে স্থানীয় এলাকাবাসীরা। তবে বাকিরা পালিয়ে যায় আশেপাশের এলাকায়। এই ঘটনার ছড়িয়ে পড়লে পুরো পুরাণ ঢাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে আটককৃত ডাকাতকে গণপিটুনি দিয়ে , সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন পুরাণ ঢাকায় এলাকাবাসী।