জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 25 Aug.2024. 1.37 AM
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই সুন্দরী হল আদিবা নাওমী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থী।
সুন্দরী কে দেখায় যায় শাড়ি পরে ট্রাফিক দায়িত্ব পালন করছে, যানবাহনের চলাচলে এবং পথচারীদের তার পর দৃষ্টি আকর্ষণ করেন। রাজধানী মিরপুর এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করেন। রাস্তায় দেখায় যায় রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক রাখতে ব্যস্ত এবং এছাড়াও রাস্তা সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থানের থামার নির্দেশনা দিচ্ছে।
এ বিষয় নিয়ে নওমী সাথে কথা বললে, নাওমী বলেন,’শাড়ি পরে ট্রাফিজের দায়িত্ব পালন কে ভিন্ন ভাবে দেখার সুযোগ নেই। শাড়ি বাঙালির নারীর ভূষণ। একটি মেয়ে যে ভাবে সালোয়ার -কামিজ পরে সব কাজ করতে পারেন,একই ভাবে একই কাজ শাড়ি পরেও করতে পারেন। আমাদের মায়েরা বেশির ভাগ সময় শাড়ি পরেন।