জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম
Published 25 Aug,2024.4,20 am
পুরাণ ঢাকায় ২০ নং হোল্ডিং এ নর্থ সাউদ রোডে, মদের দোকান কাশ্মীরি এন্ড কোং সামনে মাদকদ্রব্য ব্যবসা নির্মুল করতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এসময় অনেক লোক আগমন ঘটে। এলাকাবাসী বলেন, কাশ্মীরি এন্ড কোং লিঃ নামের একটি মদের বার রয়েছে, এখানে সব রকমের নেশা দ্রব্য সেবন এবং বিক্রির করা হয়। যার ফলে এলাকায় কিশোর ও যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই এলাকাবাসী এক হয়ে বার উৎখাতের জন্য গণস্বাক্ষর, মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছি।আমরা মাদক মুক্ত এলাকার চাই। মানববন্ধন এবং মিছিলে উপস্থিত ছিলেন মোঃ ইসহাক সরকার, ইয়াকুব সরকার, ডাঃ জাহেদ, জাহিদ মুন্সি, আর এলাকা অনেকে।