জহিরুল ইসলাম, প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published wed, 9 Feb, 2025, 3, 37 am
সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিক বলে, সাংবাদিক ওপর হামলা মানে বাকস্বাধীনতা ওপর হামলা করা। সকল সাংবাদিক কে সংবাদ প্রকাশ করা জন্য স্বাধীনতা দিতে হবে।
আর একজন সাংবাদিক বলে, বিগত স্বৈরাচারী সরকারের আমরা হামলার শিকার হয়েছি, এখন হামলা শিকার হচ্ছি। হামলাকারীদের গ্রেফতার দাবী জানাই।
তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। আহত হয় একটি বেসরকারি চ্যানেলের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময়, আরেকটি বেসরকারি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।
রায় ঘোষণার পর, বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। আসামীপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা।
হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিততে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। ব্রিফিংয়ের জায়গায় দাঁড়ানো নিয়ে বিএনপি নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ৷
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করা দাবি জানান সুপ্রিমকোর্টে কর্মরত সাংবাদিকরা।