নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Fri, 28 Feb, 2025, 3, 25 am

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক পুরুষ ও নারীকে কোপানোর ভাইরাল হওয়া মামলায় রিমান্ড শেষে ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. দ্বীন ইসলাম ২ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১৮ ফেব্রুয়ারি তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই মামলায় এর আগে গতকাল মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফকে (২৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা থেকে জানা যায়, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তার সাথে থাকা নারী ইফতি প্রতিবাদ করেন। এরপর মোটরসাইকেল চালক কিশোর গ্যাংয় সদস্য তাদের বাহিনীকে মোবাইলে কল দিলে ২০ থেকে ২৫ জন চলে আছে এবং জড়ো করেন তাদেরকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *