নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Sat. 8 Mar, 2025, 2, 55 am
স্থানীয় জানা যায়, চার মাস আগে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে ফেরদৌস শেখের মেয়ের সাথে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় হিটু মিয়ার ছেলে সজিবের বিয়ে হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করা ৮ বছরের মেয়ে বোনের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে যায় এবং নিষ্পাপ শিশুটি ধর্ষণের শিকার হোন। গতকাল বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে ধর্ষণকারী ফাঁসি দাবিতে মিছিল করেন মুসল্লিরা।
তবে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন।
সেখানে তার অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।