নিজস্ব , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Thu, 27 Mar, 2025, 2, 28 am
তার সঙ্গে কথা বলে জানা যায়, জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা (বিলপাড়া গ্রামে) বাড়ি করে পরিবারসহ বসবাস করছেন জুলহাস। বাবা কৃষক জলিল মোল্লা। ছয় ভাই, দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। অর্থাভাবে আর পড়া হয়নি তাঁর। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সব প্রস্তুতি শেষে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে তার নিজ হাতে তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে সফল উড্ডয়ন করেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উড়োজাহাজের এমন উদ্ভাবন দেখতে যমুনার পাড়ে ভিড় জমান। শখের উড়োজাহাজটির নাম দিয়েছেন স্কে বাইক ৩ (skay bike 3)। উড়োজাহাজটি তিনি নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন।
কিন্তু শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০২১ সালে যখন প্রথমবারের মতো আরসি (রিমোট কন্ট্রোল) প্লেন দেখেন, তখন ঠিক করেন নিজে একটা প্লেন বানাবেন। এরপর শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব, বই-পত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি, কাঠামো সাজানো, সবকিছু করেছেন নিজেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এল। নিজের তৈরি সেই প্লেনে চড়ে আকাশে উড়াল দিনেল সবাই অবাক। চেস্টা করলে সৃষ্টি মিলে এটাই বাস্তব।
স্বপ্নবাজ জুলহাস স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে এলেন ইউএস বাংলা এয়ারলাইন্স।
মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাসের তৈরি উড়োজাহাজ দেশজুড়ে প্রবল নাড়াচাড়া দিয়েছে। এবার তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এ এয়ারলাইন্সটি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া, গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ইউএস-বাংলা তাকে পূর্ণ সহযোগিতা করতে চায়। এই বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন জুলহাস। এরপর সিদ্ধান্ত জানাবেন।
