নিজস্ব , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Wed, 2 Apr, 2025, 2, 15 pm
এক ছাত্রনেতার বলে, এই বিষয় টা গুজব ছিল সবাই কে ভুল বুঝিয়েছে, এটা গুজবলীগের কাজ।

রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এ বছর ঈদ-উল-ফিতরের নামাজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেখানে উপস্থিত হয়ে সোমবার (৩১ মার্চ) সকালে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং এক দিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়।
প্রচারিত ছবি/ভিডিওতে দেখা গেছে, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ভিডিওতে ওই কাতারে আর কাউকে দেখা না যাওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

তবে শেষ পর্যন্ত জানা গেছে, ওই কাতারে আসিফ মাহমুদ একা ছিলেন না। ওই কাতারে ছিলেন ঈদ জামাতের একজন বিকল্প ইমামও। আর ধর্মীয় বিধান মানতেই মূল ইমামের পেছনে একপাশে বিকল্প ইমাম এবং অন্য পাশে আসিফ ইসলাম দাঁড়িয়েছিলেন।
জানা গেছে, ঈদের এই জামাতে আজ ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

তথ্য বলছে, উপদেষ্টা আসিফ শুরুতে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের হাতের ডানপাশে একটু পেছনে দাঁড়ান। তখন ধর্মীয় বিধান অনুসারে ইমামের একটু পেছনে বামপাশে অর্থাৎ বিকল্প ইমাম যে কাতারে দাঁড়িয়েছিলেন সেখানে আরেকজন মুসল্লি দাঁড়ানোর প্রয়োজনয়ীতা দেখা দেয়। তখন মাইকে প্রথম কাতার থেকে যেকোনো একজনকে ইমামের বামপাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়৷ এরপর সামনের কাতারের কয়েকজনের মুসল্লির পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। আসিফ নামাজে দাঁড়ান ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল করে এবং গুজব ছাড়ায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *