জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Sat, 12 Apr, 2025, 4, 5am

 

ঢাকাই সিনেমা নানা সংকটের মধ্য দিয়েও চলছে সিনেমা, বাণিজ্যিক ভাবে সিনেমাগুলো খুব একটা ব্যবসা করতে পারছেনা।

বেশ কয়েকবছর ধরেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে শাকিব খান পছন্দের কলকাতার নায়িকারা সুযোগ পাচ্ছে। ঈদের মতো বড় উৎসবে সুযোগ পায় কলকাতার নায়িকারা। তাহলে কি আমাদের দেশে নায়িকা সংকট? এ কথা অবশ্য মানতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নামকরা -পরিচালকরা বলছেন, ঢালিউট নায়িকা আছেন অনেক, তবে দর্শকের কাছে গ্রহণযোগ্য নায়িকার সংকট রয়েছে। যার ফলে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেছে, সিনেমার ব্যবসায় নেমেছে ধস, বন্ধ হচ্ছে প্রেক্ষাগৃহ।’
ঢালিউট নামসর্বস্ব অনেক নায়িকাই আছেন, তারা দর্শকদের মন জয় করতে পারে নাই।এ ছাড়া আরও অনেক কারণে প্রতিষ্ঠিত নায়িকারাও নিজেদের ইমেজ নষ্ট করেছে, দর্শকেরা এখন ঢালিউঢ নায়িকাদের পছন্দ করে না।
৯০ দশকের পর্দা কাঁপানো অনেক নায়িকা ছিল, তাদের মত যেমন মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো নায়িকা এখন আর তৈরি হচ্ছে না। বর্তমান যেসব নায়িকা শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। যাদের নিয়ে সিনেমাপাড়া ও দর্শকদের মাঝে আলোচনার ঝড় বইত, এখন আর তাদের সেই রমরমা অবস্থা নেই। আবার অনেকেই কমিয়ে দিয়েছেন কাজ।
গুটিকতক নায়িকার ব্যস্ততা থাকলেও, অধিকাংশই বেকার। তাই তারা আজ নেই সিনেমার কোনো আলোচনায়। কিন্তু উল্টোদিকে নজর দিলেই দেখা যায়, শাকিব খান দেশের নায়িকাদের মনোনীত করছেনা। সে মনোনীত করছে কলকাতার নায়িকাদের। ঢাকাই সিনেমায় বাড়ছে তাদের দর্শক চাহিদাও। এরকম চলতে থাকলে একদিন ঢাকাই সিনেমার নায়িকারা বেকার হয়ে পড়বেন।
সিনেমাশিল্পেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে ৭০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। যেগুলোর অধিকাংশই ছিল ব্যবসাসফল। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলে, অপু বিশ্বাস তার সেই দর্শকপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। তবে বসে নেই তিনি, নতুন পরিচয়ে ইউটিউবার হয়ে অনলাইন কনটেন্টে মনোযোগী হয়েছেন। বলা যায় অপু বিশ্বাস এখন ইউটিউবার। সিনেমা ছেড়ে সেদিকেই এখন বেশি ব্যস্ত তিনি। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী শবনম বুবলী কে নিয়ে শাকিব খান বির্তক সমালোচনা জড়ান।
দেশপ্রেম দর্শকরা বলেন, শাকিব খানের যুক্তিযুক্ত ভাবে ঢালিউডে নায়িকাদের মনোনীত করা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

কলকাতার ইধিকা পাল। এছাড়া আরও অভিনয় করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *