জোবায়ের সাকিব, স্টাফ রিপোর্টার ঢাকা,প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Fri , May30, 2025, 2, 5,
আজ শুক্রবার ৩০ শে মে পবিত্র জুমার নামাজ শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা জানান এসময় তিনি নিজেই মোনাজাত পরিচালনা করে বলেন- সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক শাসক ছিলেন, তার সময়ে দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয় এবং খাল খনন,রাস্তার পাশে কোটি কোটি বৃক্ষ রোপণ করেন তিনি মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্নার শান্তি কামনা এবং বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের জন্য দোয়া করেন। এসময়ে তার সঙ্গে অসংখ্য সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।