বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহিত

নিজস্ব , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন
ডটকম,Published Sat,may 31, , 2025, 3,30.

নির্বাচন নিয়ে মিথ্যা অজুহাত চলছে মন্তব্য করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন,

” তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার ১০ মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।”

তারেক রহমান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে।’

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত করবে, সেই তরুণ ও নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণের মন জয় করতে হবে তাদের।’

সমাবেশে বিএনপি কারো পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচন চেয়েছিলম, কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক করা হয়েছে।’
এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই।’

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *