ইউনিয়ন যুবদলের ফিরোজ মাহমুদ ছবি সংগৃহিত
পিরোজপুর জেলা প্রতিনিধি,বিডি-অনলাইন
ম্যাগাজিন ডটকম,Published Mon, Jun 11. 2025, 2,50
পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলার ৭ নং শেখমাটিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক, দৈনিক খবর সংযোগ এর মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের সাকিবকে প্রকাশ্যে হ-ত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন ৭নং শেখমাটিয়া ইউনিয়ন যুবদলের ফিরোজ মাহমুদ। এলাকার সাধারণ মানুষ জানান -শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের ফিরোজ মাহমুদ এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অবৈধ ভাবে জমি দখল,চাঁদা আদায়,পেশি শক্তি প্রদর্শন করে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তার দুই ভাই সেচ্ছাসেবক দল থেকে বহিস্কৃত এস্রাফিল এবং শ্রমিকদল থেকে বহিস্কৃত এজাবুল নানা অপরাধের কারণে দল থেকে বহিষ্কার হয়েছে তাদের শাস্তি দেওয়ার কারণে বিএনপির নেতাদের উপর সাধারণ মানুষ খুশি কিন্তু বর্তমানে ফিরোজ মাহমুদ নানা অপরাধ মূলক কাজ করে যাচ্ছে সেসব কাজের প্রতিবাদ করেন শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য, সাংবাদিক জোবায়ের সাকিব যার কারণে তাকে হ*ত্যা এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিএনপি নেতা সাংবাদিক জোবায়ের সাকিব বলেন- আমার বাবা এবং চাচা ক্রয় সূত্রে মালিক হয়ে ৭২ শতাংশ জমি ১৯৬০ সাল থেকে ভোগ দখল করে আসছে সেই জমির সঠিক কাগজপত্র থাকার পরও ফিরোজ মাহমুদ অবৈধ ভাবে দখল করতে চায় তার প্রতিবাদ করেছি বলেই আমাকে ভয়ভীতি প্রদর্শন হ*ত্যার হুমকি দিয়েছে বিষয়টি বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা থানায় অভিযোগ করতে বলেন তারপর নাজিরপুর থানায় অভিযোগ দিয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছি পুলিশ প্রশাসনকে যদি তারা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

