নিজস্ব , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন
ডটকম,Published wed, 18, 2025, 1,10 pm,
নব্বই দশকের নাটকের বহুল পরিচিত মুখ সমু চৌধুরী,ওই সময় টিভি নাটকে জনপ্রিয় ছিলে দর্শকদের।
তিনি মাঝে কিছু সময় অভিমানে অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। বছর তিনেক পর্দায় দেখা যায়নি তাকে। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেন। তারপর থেকে আবার নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
সমু চৌধুরী বলেন, বৃহস্পতিবার (১২ জুন) দুপুর নাগাদ, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের এখানে এক কাপড়ে এসেছি, কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। এ জন্য গামছা পরে বটগাছের নিচে শুয়েছিলাম, কিছু দুষ্টলোক গুজব ছড়াচ্ছে, কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভাইরাল করে। তার ছবি ও ভিডিওগুলো অল্পক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। যা দেখে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রীতিমত হতবাক হয়ে যান এবং নানা ধরনের মন্তব্য করতে থাকেন।
যারা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, খোঁজ-খবর নিয়েছেন―তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম।
তিনি বলেন, ‘শেষ রাতে সমু চৌধুরীকে তার খালাতো ভাই অপুর কাছে হস্তান্তর করেছি। এ সময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন সঙ্গে ছিলেন।’