নিজস্ব , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন
ডটকম,Published Sat, 21, 2025, 5,42, am
সাবিলা নূর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মিডিয়া কাজের ও নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা নূর বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ৩.৯৮ সিজিপিএ নিয়ে ইংরেজিতে অনার্স সম্পন্ন করছেন।
ছোট পর্দার দর্শকের প্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তিনি এক যুগের ও বেশি সময়ের মিডিয়া কাজে জড়িত ছিলেন। অসংখ্য নাটক, বিজ্ঞাপন কাজ করেছেন তিনি। অনেক সাধনার করে সিনেমার নাম লেখালেন সাবিলা নূর। তিনি ২০১৪ইউ টার্ন নাটকের অভিনয় করে মিডিয়া যাত্রা শুরু করেন।
সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আসন্ন ঈদে মুক্তি পেয়েছেন শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’।
সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।
কেমন ছিল ঢাকাই সিনেমার মেগাস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই জানালেন নায়িকা।
শুরুতেই শাকিব খানের প্রশংসায় করেন তিনি, সাবিলা নূর বলেন, ‘তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। এতবড় একজন মেগাস্টার সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দেন না। সেটে যতক্ষণ থাকেন সবাইকে নিয়ে আনন্দে থাকেন, ক্যারেক্টার নিয়ে ভাবেন।’
এরপর নিজের নার্ভাসনেস কাটাতে শাকিবই সাহায্য করেছেন, জানিয়ে সাবিলা বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। এর মধ্যে আমার শুটিংয়ের প্রথম দিনই ছিল শাকিব খানের বিপরীতে। যেটা নিয়ে নার্ভাসনেস ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।’
সাবিলা জানান, নির্মাতা রায়হান রাফীর অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ভয় দূর হয়ে যায়। নায়িকার কথায়, ‘শাকিব খান সেটে আসলেই সবকিছু বদলে যায়। ব্যাপারটা এমন, ‘ও মাই গড মেগাস্টার শাকিব খান!’ ওই জায়গাটা থেকেই একটা নার্ভাসনেস ছিল। কিন্তু অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ভয়টা কেটে যায়। যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার (নিশাত) সেটার সঙ্গে ওনাকে স্বাধীন (শাকিব খানের চরিত্রের নাম) হিসেবে ভেবে নিয়েছিলাম।
সাবিলা নূর প্রথম দিকে যে চিন্তা ছিল, কি ভাবে কাজ করবে। এত বড় মেগা ইস্টার এই চিন্তা কে সহজ করে দিয়েছে শাকিব খান। দর্শকদের কাছে সাবিলা নূর অভিনয় এবং ড্যান্স ভালো লেগেছে।