অবন্তী চৌধুরী, প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
,Published Sun, Jun22,, 2025, 2,9, am
প্রচারের প্রসার কথাটা সত্য হলে ও এশা মার্ডার সিনেমা টি এবার ঈদের সবথেকে কম প্রচারণার ছিল।
সিনেমা টি কিন্তু দারুন একটি সিনেমা “এশা মার্ডার”। আজমিরী হক বাঁধন একজন ভালো অভিনেত্রী উনার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু Shahid Hasan Misha Sawdagar এর মত একজন বর্ষীয়ান অভিনেতার ছবিতে এমন উপস্থিতি এবং উনার কন্ঠে ডাবিং না হওয়াটা খুবই দুঃখজনক। ছবির পুরোটা রন্ধে রন্ধে রহস্য ঘেরা। কোনো সোজা সাপটা গল্প না এশা মার্ডার। খুব মনোযোগ সহকারে না দেখলে ছবিটি বোঝা যাবে না। নির্মাতা সানি সানোয়ার খুব দারুণ ভাবে প্রেজেন্ট করেছে গল্পটাকে। ছবির কাহিনী অনুযায়ী শুটিং লোকেশন , কস্টিউম , মেকআপ সবকিছুই সুন্দর ছিল । এক কথায় খুব সুন্দর একটি ছবি এশা মার্ডার।