ছবি সংগৃহিত
জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Wed, Jun25, 2025, 2,45, am
- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার, ৭নং শেখমাটিয়া ইউনিয়ন, যুবদলের যুগ্ন-সম্পাদক ফিরোজ মাহমুদের বিরুদ্ধে দখল বাজি,নিরীপহ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়, নিরীহ ভ্যান চালক ইয়াহিয়াকে মারধর,সালিসি বৈঠকে বিএনপির সিনিয়র নেতাদের অপমান অপদস্তসহ একাধিক গুরুতর অভিযোগ উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন, ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাওসার হাওলাদার। অভিযোগে উল্লেখ করেন, আমার ওয়ার্ডের(৭নং ওয়ার্ড) যুবদল নেতা ফিরোজ মাহমুদ বেপরোয়া দলবাজিতে লিপ্ত,দলীয় প্রভাব খাঁটিয়ে গাঁয়ের জোরে অর্থের বিনিময়ে ভাড়াটিয়া সালিশদার হিসাবে নিরীহ লোকজনকে ভয়ভীতি হুমকি-ধামকি দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে বিএনপি’র সিনিয়র নেতারা তার অপরাধের প্রতিবাদ করলে তাদেরকেও গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেয় এসব ঘটনার স্বাক্ষী হিসাবে ৭নং শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবু জাফর মাঝি সহ একাধিক ব্যাক্তির নাম উল্লেখ করা হয় এছাড়া ফিরোজ মাহমুদের দুই ভাই বহিস্কৃত সেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ন আহবায়ক এস্রাফিল হাওলাদার ও শ্রমিক দলের ৭নং শেখমাটিয়া ইউনিয়নের সভাপতি এজাবুল হাওলাদার একই অপরাধের কারণে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার হয় এই তিন ভাইয়ের কারণে বিএনপি’র সুনাম নষ্ট হচ্ছে। বিএনপি নেতা কাওসার হাওলাদার বলেন- এসব অপরাধীদের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে যা আমরা মেনে নিতে পারছি না তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দিয়েছি আশাকরি অপরাধীদের দল থেকে চিরদিনের জন্য বহিস্কার করে, বিএনপির সুনাম রক্ষা করবেন। বিএনপির আরেক নেতা আবু জাফর মাঝি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন- বুইচাকাঠী গ্রামে শত শত মানুষ বিএনপি করে শুধু এই তিন ভাইয়ের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে যা কখনোই আমরা মেনে নিবো না আগামীতে সাধারণ মানুষের ভোট পেতে হলে এসব অপরাধীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান থাকতে হবে।
উল্লেখ্য এর আগে ফিরোজ মাহমুদের দুই ভাইকে সেচ্ছাসেবক দল ও শ্রমিক দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে এবং তাদের সঙ্গে যারা থাকবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।