নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published, Fri Jul 4, 2025, 3,15, am
গাজীপুরের গ্রিনল্যান্ড গার্মেন্টস কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে চোর সন্দেহ নির্যাতিত করে হত্যা করে, এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সমালোচনা হয়। আসামিদের গ্রেফতারের দাবী জানার।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৮টা থেকে শনিবার বিকেল সাড়ে ৪টার মধ্যবর্তী যেকোনো সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভেতরে আসামি বেল্লাল হোসেন বেলাল অজ্ঞাতনামা আসামিদেরকে নিয়ে একই কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে চোর সন্দেহে হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে হত্যা করেন। মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশে ভিকটিমের পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেন। মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে সারারাত নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার অন্যান্য শ্রমিকরা কোনাবাড়ী এলাকার টাঙ্গাইল-গাজীপুরগামী মহাসড়ক অবরোধ করে হত্যাকারীকে গ্রেপ্তার এবং রহস্য উদঘাটন করে শাস্তির দাবিতে আন্দোলন করেন। বর্তমানে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, হত্যার ঘটনায় ভিকটিমের বড় ভাই লিটন মিয়া (৩৬) শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় কোনাবাড়ী থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি আমলে নিয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারে র্যাব-১ গাজীপুর (পোড়াবাড়ী ক্যাম্প) ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি বেল্লাল হোসেন বেলাল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় আত্মগোপনে আছেন। কোনাবাড়ী থানা পুলিশের সহায়তায় চান্দনা চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেলালকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হৃদয়কে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, আসামি বেলাল কোনাবাড়ী থানায় আছেন। বুধবার (২ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে। হৃদয় হত্যার ঘটনায় এ পর্যন্ত মূলহোতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।