• নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,

    Published Mon, Jul 13, 2025, 1, 5, pm       মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সদস্য সচিব,৪৮ নং ওয়ার্ড যাত্রাবাড়ি থানার,বিএনপি। তিনি বলেন, ৪৮ নং ওয়ার্ডের এলাকায় , সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে একটি পরিমার্জিত ওয়ার্ড গাড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত করতে চাই, এবং ছাত্ররা যেন পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সচেতন হয় সে লক্ষ্যেও কাজ করেযাচ্ছি।

তিনি, ৪৮নং ওয়ার্ডের, দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য সহোযোগিতায় করেন। এলাকায় মাদকদ্রব মুক্ত জন্য সকলের সহোযোগিতায় দরকার। ( ৪৮ নং), ওয়ার্ডে আমি সেবক হিসাবে কাজ করতে চাই। এলাকায় বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে এর জন্য কাজ করে যাচ্ছি । এলাকাবাসীদের সঙ্গে নিয়েই প্রতিদিন অভিযান চালাচ্ছি মাদকের বিরুদ্ধে।

এলাকায় নাম প্রকাশের অনিচ্ছুক তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার আমলে অনু কাউন্সিলর জমির দখল, মাদক, সন্ত্রাস চাঁদাবাজি এলাকায় বাসী কে উপহার দিয়েছেন। এই এলাকার মাদকদ্রব্য বিক্রি করে যুবসমাজ কে ধ্বংস করেছে তার সহযোগী ছিল আঃ রশিদ, আঃ রশিদ জমির দখল, চাঁদাবাজি, মাদকদ্রব্য গডফাদার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *