নিজস্ব প্রতিনিধি,বিডি-অনলাইন
ম্যাগাজিন ডটকম,Published. Tue,Jul, 22., 2025, 2.32 am
জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ শনিবার রাতে ধানমন্ডির একটি হাসপাতালের সামনে,ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণমাধ্যম কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ রহমতে আমির সাহেব শারীরিক অবস্থা ভালো। ভালো খবর হচ্ছে তার কোনো ডায়াবেটিস নেই, কিডনি বা হার্টের কোনো সমস্যা নেই। ওনাকে হাসপাতালে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন, সবাই খোঁজ নিয়েছেন।’ডা. শফিকুর রহমানের সবশেষ অবস্থা জানিয়ে দলের নায়েবে আমির বলেন, ‘উনি রেস্ট নিচ্ছেন। তেমন কোনো সমস্যা চিহ্নিত হয়নি। রেস্ট নিয়ে তিনি রাতেই বাসায় ফিরে যাবেন।’
ঘটনা বর্ণনা করে তাহের বলেন, ‘ডা. শফিকুর রহমানের আজ সমাবেশে ৪০ মিনিট বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বক্তব্য দেওয়ার সময় তিনি পড়ে যান। কয়েক সেকেন্ড তার সেন্স ছিল না। আবার তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন। সেকেন্ড টাইম তিনি আবারও পড়ে যান। তখন আমরা উদ্বিগ্ন ছিলাম যে, তিনি বক্তব্য চালিয়ে যেতে পারবেন কি না।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম যে সমাবেশ শেষ করে দিই। তিনি বলেন, এত এত কষ্ট করে মানুষ এসেছেন। জাতির উদ্দেশে আমার একটা বক্তব্য দেওয়া দরকার। এরপর তিনি বসেই বক্তব্য দেওয়া শুরু করেন।’
- ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।