নিজস্ব প্রতিনিধি,বিডি-অনলাইন
ম্যাগাজিন ডটকম,Published. Thu,Jul, 24, 2025, 2,15,pm
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম।
সঞ্চালনায় ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান।
- এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খানসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ৬৬, ৬৭, ৬৮, ৬৯,৭০ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।