জহিরুল ইসলাম প্রতিবেদক ,লাইফ ইস্টাইল
ম্যাগাজিন,Published. Thu,Jul, 31, 2025, 2,22,am
সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বেশ কয়েকটি কুৎসিত মন্তব্য ছবি ও ভিডিও। নানা রকম ক্যাপশনসহ ভাইরাল এসব কনটেন্টে দাবি করেছেন, আমি নাকি ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ নির্বাচিত হয়েছি! এইসবগুজব ছড়াচ্ছেন।এইসব প্রচার যে পুরোপুরি বিভ্রান্তিকর ও মনগড়া, সে কথা জানিয়ে ক্ষোভ ঝেড়েছেন অ্যাডলফ খান নিজেই। মিথ্যা , গুজব ছড়ানো অমানুষের কাজ।
এই ঘটনার পর নিজের ভ্যারিফায়েড ফেসবুকে পেজে জানার, আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব ! ভাইরে ভাই ,আমাকেই পাইলেন আপনারা ! ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানাচ্ছে সব একের পর এক ! পাইলাম STYLISH FASHION DIRECTOR AWARD , বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন ! কেন রে ভাই , সত্যিটাই লিখতেন ! এতো মর্মান্তিক ভালোবাসা নিতে পারছিনা ! এমনিতেই বাবা হসপিটালে , মন ভালো নেই , আমি মানসিকভাবে বিপর্যস্ত ,সারাক্ষন ডিউটি দিতে হচ্ছে ,আমার বাবা জন্য সকলে দোয়া করবেন। !আমি আমার ছবি ভিডিও আর কি দিব , আপনারাই আপলোড দেন , দিয়ে সুখী থাকুন , এতো এতো পোস্ট আমাকে নিয়ে , দিশেহারা হয়ে গেলাম , আপনারা পারেন ও বটে ! ভাইরাল আর ভিউ এর বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন , তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু ! না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন ! নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই , জামার দাম থেকে শুরু করে, লাখো মেয়ের ক্রাশ , শাহরুখের সাথে তুলনা হয়ে, এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি….. বানিয়ে দিলেন ! কিন্তু আমি কি এই ধরণের তথ্য সম্বলিত কোন ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি ? আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন , সবই বুঝলাম , কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরো বাস্তবিক , সত্য এবং সুন্দর হতে পারে ! সত্যি কিছু বলার ভাষা নাই !