Oplus_131072

ছবি সংগৃহিত

নিজস্ব  প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন
,Published. Fri,,Aug, 5, 2025, 3,47,am

  1. রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। এসব বেলুনটি বৈদ্যুতিক তারে লেগে আগুন ধরে যায়। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়। এতে ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

হাসপাতালে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকী এই হেলিকপ্টার বেলুনটি উড়ানো হয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা তাৎক্ষণিক এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *